কবিতা

কোথায় হারালো সে-দিন – শারমিন নাহার ঝর্ণা

 

বাতাসে বাতাসে ছিল প্রীতির ছন্দ তাল
পথের ধুলোয় ছিল অদ্ভুত মায়া,
মেঘবালিকাদের ছিল ভালোবাসার ঐক্যতান
বৃক্ষের ছিল স্নেহময় শীতল ছায়া।

বাতাসে বাতাসে কেন আজ বৈরী স্রোত?
প্রীতির কেন হলো ছন্দপতন?
পথের ধুলোয় নেই মায়া ভরেছে কাঁটায়
বৃক্ষের ছায়ার হচ্ছে অধঃপতন।

মেঘেবালিকাদের সাজ চেয়ে কেউ দেখেনা
হারিয়েছে ভালোবাসার ঐক্যতান,
অবসরে তাকিয়ে দেখো একটু খোলা আকাশে
হিংস্র মুক্ত হৃদে সুখের অনুভূতি গুলো কিভাবে মিটিমিটি হাসে।

Related Articles

Back to top button