ছড়া

বীরের জাতি – সাইফুল্লাহ সুজন

মা’গো তোমার হাসির জন্য
অস্ত্র নিলাম হাতে
তোমায় মাটি আঁকড়ে রাখতে,
গেলাম রণক্ষেত্রে।

তাজা রক্তের দাগ আজও
শুকায়নি রাজ পথ হতে,
সবুজের বুকে লাল বৃত্ত
উড়ে নীল আকাশে।

আমরা হলাম বীরের জাতি
ভয় করি না কিছু,
মা-বাবা, স্ত্রী-সন্তান বলিদানে
পেয়েছি বিজয় দিবস।

চিৎকার দিয়ে জন্ম আমার
মায়ের জরায়ু হতে,
মৃত্যুর জন্য প্রস্তুত সদা
আসুক যেখানেতে।

দীর্ঘ নয় মাস যুদ্ধ চলে
নিদারুণ ধরিত্রীতে,
রক্তের দামে কিনে নিলাম,
স্বাধীন পতাকা চিরতরে।

বছর ঘুরে এলো আবার
বিজয় দিবসের মাস,
বীর যোদ্ধাদের স্মরণ করি
দোয়া মাহফিলের মাধ্যমে।

Related Articles

Back to top button