কবিতা

তুমি আমার – জুনাইদ রহমানের লেখা

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ

তুমি আমার,

ভোরের আকাশে জেগে উঠা একমুঠো রোদ্দুর।

তুমি আমার,

নীল দিগন্তের বুকে বিলীন হওয়া সুনীল সমুদ্দুর।

 

তুমি আমার,

এঁকে-বেঁকে যাওয়া নদীর সুমধুর কলতান।

তুমি আমার,

অলস দুুপুরে শান্ত পাখির গান।

তুমি আমার,

নির্জন বনপথ সুদূরের বনাঞ্চল।

তুমি আমার,

হাজার স্বপ্নে বাঁধা নীল সাগরের আচঁল।

 

তুমি আমার,

থোকা থোকা প্রেম- স্বপ্ন ভরা দু’টি চোখে।

তুমি আমার,

আলোর দিশা হারানো পথের বাঁকে।

 

তুমি আমার,

বুকের সাহস জীবন চলার পথে।

তুমি আমার,

বেঁচে থাকার শীতল পরশ প্রতিটি দিবস রাতে।

 

তুমি আমার,

একফালি চাঁদ অমানিশা রজনীতে।

তুমিই আমার,

ঘুমের আবেশ নিদ্রাবিহীন আঁখিপাতে।

Related Articles

Back to top button