কবিতা

মায়া – প্রহ্লাদ কুমার

রক্তিম লাল সূর্যের মুখ, দেখিয়া জুড়িয়ে যায় যে বুক হাসি উঠে ফুটিয়া।
স্নিগ্ধ কিরণে মুগ্ধ হই, তাহার মাঝেই বেঁচে রই উঠি মোরা জাগিয়া।
স্পর্শকাতর নীরবতার রাত শেষে, শত কাতরতার মায়া কাটিয়ে।
সকাল যখন দাড়ায়  এসে সম্মুখ দুয়ারে।

প্রশান্তির হাসি ফুটে  ওঠে এই দুটো ঠোঁটে।
আরও  একটি সোনালী সকাল পেলাম এই ভেবে।।
কোন এক সকালে মুদিত নয়ন, কি জানি কি হয় কখন? যদি R না খোলে।
ভব নীলা সাঙ্গ হবে, আপনজন দূরে যাবে একাকী আমায় আসবে রেখে নদীরও ধারে।

শীত, গ্রীষ্ম বা মেঘলা দিন।
কোন এক সকাল যদি না হয়  রঙিন।
মুখের উপর বিষণ্নতার ছাপ উঠবে ভেসে সঙ্গোপনে।
সারাদিনটাই কাটিবে হায় চরম আনমনে।

মায়ায় গড়া এ সংসার, কাটিলে নামিবে ঘোর আঁধার অন্ত হবে জীবনও তরী।
ভালো যদি সর্বদা চাই, মন্দকে ভুলে যাই চরমও সংকট আসিবে নিশ্চয়ই করিতে হইবে হায় মরি মরি।

Related Articles

Back to top button