ছড়া

ভ্রান্ত পথ – হা.ক্বারী মঈন উদ্দিন 

নবীন যুগে প্রবীণ প্রথা
চলবেনা আর দেশে,
আর হবেনা ভন্ডামি
লেংটা বাবার বেশে।
আম জনতা সবি বুঝে
কোনটা আসল নকল,
ভন্ড পীরের ঠাই হবেনা
আমরা থাকলে সবল।
 ভন্ডগুলো দেশ ও জাতি
করে দিচ্ছে শেষ,
কিছু মানুষের কাছে তারা
জনপ্রিয় বেশ।
ভ্রান্ত পথে হাঁটছে তারা
চলছে সাধুর বেশে,
মদ গাজা আর অপকর্ম
নিত্য তারা চাষে।
তাদের থেকে আমাদেরকে
দূরে থাকতে হবে,
ভন্ডদেরে দেশ ছাড়াবো
আমরা মিলে সবে।

Related Articles

Back to top button