ছড়া

ঘুষ কি মা? – হাসু কবির

ছোট্ট খোকা মাকে ডেকে
বলে কান্নার স্বরে
বাবা নাকি বাড়িগাড়ি
ঘুষের টাকায় গড়ে।
ঘুষ’টা কি? মা বলতো পারো
কেনো বাবা খায়
ঘুষের টাকা খেলে বুঝি
ধনী হওয়া যায়।
পাড়ার লোকে দেখলে আমায়
আড়ি চোখে রয়
বাবা বুঝি অন্যায় করে
লাগে ভীষণ ভয়।
আরও বলে হারাম টাকা
আমার দেহ জুড়ে
এসব কথায় কষ্ট বাড়ে
হৃদয়টা যায় পুড়ে।
বাবা আসলে বলে দিও
খায় না যেন ঘুষ
লোকের কটু কথায় রোজই
হারাতে হয় হুঁশ।

Related Articles

Back to top button