ছড়া

খোকাবাবু – সারমিন চৌধুরী 

খোকাবাবু আজকে বাজি ধরেছে
খেতে একশো এক রসগোল্লা,
ভোজন পেটু খাই তিন থালা ভাত
কেউ দেয়না তার সাথে পাল্লা।
গপাগপ মুহূর্তে খেয়ে সাবাড় করে
মানুষ তো নয় যেনোও হাতী।
গাঁয়ের মানুষ সবাই জড়ো একত্রে
ছুটাতে হবে এবার ভীমরতি।
রসগোল্লার হাঁড়ি তার সামনে রেখে
বেঁধে দিলো রসিতে দুটি হাত।
পাড়ার সবাই মিলে সব মিষ্টি খেলো
খোকাবাবু হলো কুপোকাত।

Related Articles

Back to top button