ছড়া

ভোরের আলো – শাহজালাল সুজন

রাত্রি শেষে ভোরের আশে
গাছের ডালে পাখি রয়,
আজান ধ্বনি মধুর বাণী
মুয়াজ্জিনে সুরে কয়।
পাখি উড়ে এদিক ওদিক
ডানা মেলে গগনে,
চাঁদটা ডুবে শুভ্র মেঘের
মৃদু ছোঁয়ার লগনে।
অরুণ আভা ঘোমটা খুলে
বৃক্ষ জাগে পরশে,
সবুজ গায়ে হলুদ মেখে
দিনের শুরু হরষে।
খোকা-খুকি সকাল হলে
খালি পেটে খায় যে ফল,
রোদে বসে পড়ার ফাঁকে
উঠানেতে খেলে বল।
সেজেগুজে ইশকুলেতে
খোকা-খুকি পড়তে যায়,
পথের ধারে বড়ই গাছে
ঢিল ছুড়ে ফল মিলে খায়।

Related Articles

Back to top button