ছড়া

স্বাদ চাই – আব্দুস সাত্তার সুমন 

এখন আর স্বাদ নেই খাবারে
স্বাদ নেই চলা ফেরায়,
মসলা যত মেখে রাখি
স্বাদ গেছে দূর হারায়।
সোনালী দিনগুলো ছিল
স্বাদে পরিপূর্ণ,
দুর্বিষয় মনে হয় এখন
ক্ষয় চূর্ণ-বিচূর্ণ।
বেঁচে আছি ওষুধ গুনে
মুখের স্বাদ যে পালায়!
সতেজ পণ্য পাব কোথায়
বিষ খেতে দেয় থালায়।
গ্রামের স্বাদ গ্রামে হয়
সুস্থ থাকে তারা,
নসিব এখন খারাপ মোদের
নগর বাসি যারা।
লিভার দুর্বল ক্ষমতা নেই
সুষম খাবার খাব,
মশলা যত কমিয়ে খাই
স্বাদ যে ফিরে পাব।

Related Articles

Back to top button