ছড়া

ভালোবাসা – শাহজালাল সুজন

ভালোবাসা দিবস মানে
হরেক কিসিম অর্থ জানে
ভ্যালানটাইন নামে,
বিনোদন আর মাস্তি করে
ভালোবাসার নামের তরে
এইতো নশ্বর ধামে।
বেচাকেনা ভবের হাটে
কৌশল করে ফেলে বাটে
উঠতি বয়স জনে,
নোংরামি আর কত কিছু
লোভের মোহে টাকার পিছু
কাম বাসনায় মনে।
রূপের নেশায় উন্মাদ হয়ে
নীল ছোবলে যায় যে ক্ষয়ে
দুঃখ আসে ঘরে,
সাদা মনে থাকলে আশা
প্রীতির বন্ধন হৃদে বাসা
সুখ আলয়ে ভরে।
ভালোবাসা দিবা রাতি
ঘরের গিন্নি জীবন সাথী
প্রেম পরশে থাকে,
আদর দিয়ে আগলে রেখো
প্রেমের অর্থ বুঝবে দেখো
খুনসুটির ওই বাঁকে।
ভালোবাসা গড়ো দিলে
মায়ের ভজন আল্লাহ মিলে
দেখো কিতাব খুলে,
বাবা ভাই বোন সন্তান তরে
বিলিয়ে দাও হৃদয় চরে
কেন রইলে ভুলে?

Related Articles

Back to top button