ছড়া

রক্তে কেনা বাংলাদেশ – আব্দুস সাত্তার সুমন 

 

রক্তে কেনা সোনার বাংলাদেশ
রূপের নেইকো শেষ,
সবুজের চাদরে ঢেকে আছে
মায়া ভরা এই দেশ।
বাংলার বুকে উদিত পতাকা
উড়ছে তেপান্তরে,
টেকনাফ থেকে তেতুলিয়া
জয় জয় কার করে।
মাটির বুকে সোনালী ফসল
শস্য-শ্যামল ভূমি,
শত মানুষের ঘামে গড়া
রক্তমাখা সেই জমি।
বায়ান্নের আলোর মিছিল
একাত্তরের শেষে,
বাবা-মায়ের চিৎকার বাণী
আত্মনাত আসছে ভেসে।
বন্ধ হয়েছে যুদ্ধবিদ্বেষ
অগণিত হানাহানি?
পূর্ণ হয়নি চাওয়া-পাওয়া
টানছি সংসারের ঘানি।

Related Articles

Back to top button