সম্পাদকীয়সাহিত্য সংবাদ

‘নয়েস পাবলিকেশন’র উদ্যোগে মোহাম্মদ অংকন’র জন্মদিন পালিত

সাহিত্য ডেস্ক :
‘নয়েস পাবলিকেশন’র উদ্যোগে উদযাপিত হল শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন-এর ২৫ তম জন্মদিন। গতকাল (রবিবার) ঢাকার মোহাম্মদপুরে সন্ধ্যায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার, নাট্যলেখক ও সাহিত্যিক অনুরুপ আইচ। আরও উপস্থিত ছিলেন ‘নয়েস পাবলিকেশন’র কর্ণধার সুখমন সুলতান, লেখক তাসনীম দীপ্তি, আশিকুল হক এবং শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন। আনন্দঘন মুহূর্তটি ‘নয়েস পাবলিকেশন’র অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। পাঠক-শুভাকাক্সিক্ষরা কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানান।

আগামী ১৪ ডিসেম্বর ‘নয়েস পাবলিকেশন’ থেকে শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন সম্পাদিত মুক্তিযুদ্ধভিত্তিক শিশু-কিশোর গল্প সংকলন ‘বঙ্গবন্ধু ও একাত্তরের গল্প’ বই আসছে। এ প্রসঙ্গ টেনে জন্মদিন উপলক্ষে আয়োজিত লাইভে লেখক মোহাম্মদ অংকন বলেন, ‘আজকে আমার জন্মদিনকে স্পেশাল করে তোলার জন্য প্রকাশক সুখমন সুলতান ভাইসহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পূর্ব থেকে পরিচিত হলেও সম্পাদিত বইটি প্রকাশের সূত্রে আমাদের মেলবন্ধন। এই মেলবন্ধনকে আরও পাকাপুক্ত করতে নতুন নতুন পাণ্ডুলিপি দিয়ে সাথে থাকব বলে আমি আশাবাদী।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রকাশক সুখমন সুলতান জানান, ‘মোহাম্মদ অংকন ভাইয়ের জন্মদিন পালন করতে পেরে আমরা আনন্দিত। এই জন্মদিনে তার প্রতি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে তিনি মানসম্মত একটি বই সম্পাদনার দায়িত্ব কাঁধে নিয়েছেন যা মুজিববর্ষ উপলক্ষে সর্বশেষ প্রকাশিত বই হবে। বইটির কাজ প্রায় গুছিয়ে এসেছে। শীঘ্রই আমরা বইয়ের প্রচ্ছদ উন্মুক্ত করব এবং লেখকতালিকা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিব। বইটির মোড়ক উন্মোচন নিয়েও আমাদের বিস্তর পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, মোহাম্মদ অংকন ১৯৯৭ সালের ৭ নভেম্বর চলনবিল অধ্যূষিত নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন। লেখালেখি করছেন এক যুগ ধরে, প্রকাশ হয়ে এক ডজন বই। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে বর্তমানে একই বিষয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করছেন তিনি। জানা যায়, ‘নয়েস পাবলিকেশন’ থেকে তার ধারাবাহিকভাবে কিশোর গোয়েন্দা উপন্যাস আসবে। এটি তার পাঠকদের জন্য একটি সুখবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button