ধর্মীয় প্রশ্নপ্রভুর বাণী

শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিধান কি?

প্রশ্নঃ- MD Mostafizur Rahman  প্রশ্ন করেছেন, বর্তমানে স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তাদের জন্য হাফ ভাড়ার বিধান চালু করা হয়েছে তা কি ইসলামি শরীয়ত সম্মত? দলীল সহ জানতে চাই

উত্তর : দিচ্ছেন মাওলানা দেওয়ান হাফিজ উসমানী

যে পরিবহনে উঠা হয়, যদি সেই পরিবহনের মালিক স্বেচ্ছায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া গ্রহণ করে থাকে, তাহলে হাফ ভাড়া দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত জায়েজ আছে।

কিন্তু পরিবহন মালিকদের বাধ্য করে তাদের উপর চাপ সৃষ্টি করে হাফ ভাড়া প্রদান করা শরীয়তসিদ্ধ নয়। এতে করে হাফ ভাড়া প্রদানকারীরা অন্যের হক নষ্ট করার গোনাহে দণ্ডিত হবে।

এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামীন কুরআনুল কারীমের ২ নম্বর পারা, ২ নম্বর সূরা, সূরাতুল বাকারা’র ১৮৮ নম্বর আয়াতে বলেন,

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ

তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না।

এই সম্পর্কে হাদিস শরীফে এসেছে,,,

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسِهِ »

হযরত আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, কোন মুসলমানের সম্পদকে তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়।

তথ্যসূত্রঃ

(ক) সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৮৫

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button