কবিতার ঝুড়িছড়া

একাত্তুরের যুদ্ধ কথা: আবু তাহের

বিজয় দিবস জানি সবে ডিসেম্বর যে মাসে,
একাত্তুরের যুদ্ধ কথা স্মৃতি পটে ভাসে।
মাতৃভূমি করতে রক্ষা দেশ প্রেমিক সব জনে,
মুজিব ডাকে দিলো সাড়া সংকোচ ছেড়ে মনে।

দেশ প্রেমেতে ত্রিশ লাখ প্রাণ শত্রু নিলো কেড়ে,
শহীদ আত্মার কান্না ধ্বনি বাজে কানে তেড়ে।
ভাই হারানোর কথা মনে যোদ্ধা গেলো লড়ে,
বীরবাঙ্গালী উঠলে ক্ষেপে শত্রু ভ’য়েই ঘরে।

মা-বোনদের সম্ভ্রম লুটে শত্রু সবাই হাসে,
মান হারিয়ে মা বোনেরা চোখের জলে ভাসে।
কান্না রোলে আকাশ-বাতাস হলো শেষে ভারি,
আঁচল পেতে স্রষ্টায় বিচার প্রাণে আহাজারি।

নয় মাস ধরে যুদ্ধে লড়ে প্রাণের রক্ত তেজে,
অবশেষে শত্রুর দলে গুটায় তাদের লেজে।
পরাধীন নাম ঘুঁচে শেষে শান্তি ফিরে নীড়ে,
স্বাধীনতার ইতিহাস সব মুক্তিযুদ্ধ ঘিরে।

লাল সবুজের পতাকা তাই মোদের আজি হাতে,
স্বাথীনতার স্বাদ বুকে পাই বাংলা মায়ের পাতে।
সোনার বাংলা সবার মুখে মিষ্টি মধুর গানে,
সম্মান জানাই মোরা সবাই তাকাই নিশান পানে।

হাত তুলে তাই ওয়াদা করি রাখবো প্রাণে ধরে,
দেশ রক্ষাতে রক্ত দিবো সবাই গে’লেও মরে।
থাকবো মোরা সন্তান হারা শহীদ মায়ের বুকে,
শহীদ আত্মায় শান্তি তবে মায়ের কান্না সুখে।

রক্তের দামে মোদের দেশটি শহীদজনের কেনা,
শুধবো মোরা বীর বাঙ্গালী শহীদ মায়ের দেনা।
ডিসেম্বরের ষোলো তারিথ রাখবো গেঁথে প্রাণে,
বীর বাঙ্গালীর পরিচয় আজ বিশ্ববাসীর ঘ্রাণে।

তোমরাও লিখতে পারো
তোমরাও লিখতে পারো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button