ছড়া

নিয়মের শিকল/ সাইফুল ইসলাম উজ্জল

আচ্ছা অম্মু!
হঠ্যাৎ হারাই গেলে,  তাইলে কি খুজবা আমারে-
আমার জন্য পাগল কইরা তুলবা সবাইরে?
এক নজর দেহার লাইগা হাজারটা কল করবা বন্ধ নাম্বারে ৷
আমার প্রোফাইলে সবুজ বাতির অপেক্ষায় রাইতের পর রাইত পার করবা,
নাকি সব নিয়ম মাইনা মুখ লুকাবা অন্য কারো পাঝরে ৷
নাকি ভাববা সময় মানুষকে পরিচয় করায় সময়ের প্রয়োজনে ৷
তুমিই তো কইতা আমি না থালেও তুমি মানাই নিতে পারবা ৷
পায়ে শিকল নিয়া তুমি আসছিলা আমার আকাশে;
সময় পাবা আমার না থাকা শোক পালনে;
নাকি ব্যস্ত হইয়া পরবা তোমার নিয়মে,
যেইখানে তোমার আব্বা অসুখের মানুষ মা এত ব্যস্ত-
বোইনেও অসুস্থ সংসারে কত কাম ৷
তার উপরে পায়ের শিকল কিংবা প্রাক্তনের নাম ৷
আচ্ছা, তুমিই তো কইছিলা –
কেউ স্পর্শ করলে তারে ভুইলা যাওয়া কি এত সহজ;
তাইলে কারে মনে কইরা কাঁনবা ?
যদি ঘুম ভাঙ্গে কোনো শ্রবনের রাত্রি মধ্যপ্রহরে ৷
কইবা আমারে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button