সাহিত্য সংবাদ

প্রকাশনার দুই বছরে কাব‍্য কিশোর

নিয়মিত প্রকাশনায় গৌরব আর সাফল্যের সাথে দুই বছর অতিক্রম করেছে ই-সাহিত‍্য পত্রিকা কাব‍্য কিশোর ( Kavya Kishor )। ২০২০ সালের আগস্ট মাসে অনলাইনে প্রথম প্রকাশের মধ্য দিয়ে প্রকাশনা কার্যক্রম শুরু হয়েছিল মাসিক সাহিত্য পত্রিকাটির। কাব‍্য বলতে পদ্য সাহিত্য, রসাত্মক মধুর বাক্য, কবিতা বা ছন্দোবস্ত অভিব্যক্তিকে বুঝায়, কাব‍্য কিশোর মূলত ছড়া-কবিতা প্রধান সাময়িকী হলেও এর ঝকঝকে চকচকে পাতায় শিশু-কিশোর উপযোগী গল্প এবং অন‍্যান‍্য লেখাও প্রকাশ হয়। শুরুতে পত্রিকাটির নাম মাসিক কবি ও কবিতার দেশ হলেও ২০২১ সালে বিশেষ কারণে নাম পরিবর্তন করে রাখা হয় কাব‍্য কিশোর। কাব‍্য কিশোর প্রতিষ্ঠা পায় পত্রিকাটির সম্পাদক কিশোর কবি ও শিশুসাহিত‍্যিক পারভেজ হুসেন তালুকদারের হাত ধরে, সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তারই ছোটভাই ছাব্বির হুসেন তালুকদার। পরবর্তীতে অনলাইনে ব‍্যাপক পরিসরে প্রকাশনা কার্যক্রম শুরুর লক্ষ্যে চলচ্চিত্র অভিনেতা ও লেখক এবিএম সোহেল রশিদকে প্রধান উপদেষ্টা করে ছয় সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। কাব‍্য কিশোর মিশতে থাকে লেখক-পাঠকের হৃদয় আঙিনায়। বতর্মানে কাব‍্য কিশোর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রাম থেকে অনলাইন মাধ্যমে প্রতি মাসে মাসিক সংখ্যা এবং বিভিন্ন দিবস-সহ বিশেষ সময়ে কাব‍্য কিশোর বিশেষ সংখ্যা প্রকাশ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button